প্রকাশিত: Thu, Dec 28, 2023 12:35 AM
আপডেট: Wed, Jul 2, 2025 1:03 PM

[১]সাড়ে ১৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানিসহ ক্রয় কমিটিতে ২০ প্রস্তাব অনুমোদন

সোহেল রহমান: [২] বিভিন্ন দেশ থেকে সাড়ে ১৮ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ও যুক্তরাষ্ট্রের স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি এবং বেসরকারি খাতে স্থাপিতব্য চারটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার অনুমোদনসহ ২০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩১ হাজার ৭৪০ কোটি ১৭ লাখ টাকা। 

[৩] বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

[৪] বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক বেসরকারি খাতে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং স্থাপিতব্য চারটি বিদ্যুৎ কেন্দ্র থেকেই ২০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার অনুমোদনের চারটি পৃথক প্রস্তাব  অনুমোদন দেয়া হয়েছে। 

[৫] অতিরিক্ত সচিব জানান, বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির (জি-টু-জি) আওতায় ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য বিভিন্ন ক্যাটাগরির ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫ হাজার ৮২ কোটি ৮৬ লাখ টাকা।

[৮] তিনি জানান, বৈঠকে পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এলপি থেকে এক কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৪২ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকা।  

[৯] অতিরিক্ত সচিব জানান, বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন করে দুটি পৃথক প্রস্তাবে মোট ১ লাখ টন গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। 

[১০] তিনি জানান, বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ  (টিসিবি) কর্তৃক স্থানীয়ভাবে ৬০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ও ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। 

[১২] অতিরিক্ত সচিব জানান, বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন  (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির আওতায় ইউরিয়া সার ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সম্পাদনা: ইকবাল খান